ভারত কেন শেখ হাসিনাকে পুশইন করছে না: রিজভীর প্রশ্ন

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ভারতের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ। তাহলে তাকে কেন পুশইন করা হচ্ছে না?

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “ভারতে যে সব দুর্বৃত্ত পালিয়ে আছে, তাদের তো পুশইন করা হচ্ছে না। বরং মুসলিম এবং বাংলা ভাষাভাষী হওয়ায় বহু বছরের ভারতীয় নাগরিকদের বাংলাদেশি বলে পরিচয় দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। এটি নিছক রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে।”

তিনি আরও বলেন, এই ধরনের পরিস্থিতিতে সরকারের উচিত ভারতীয় কর্তৃপক্ষকে পুশব্যাক করা। আগেও এ ধরনের প্রচেষ্টা হলে তখন সরকার ব্যবস্থা নিয়েছিল। সেটাই ছিল দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী সরকারের দায়িত্বশীল ভূমিকা।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ভারতে পালিয়ে থাকা দুর্নীতিবাজ, ব্যাংক লুটেরা এবং গণহত্যার অভিযোগ থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়া হয়েছে। এমনকি শেখ হাসিনাও তাদের মধ্যে থাকলেও তাকে ফিরিয়ে দেওয়া হয়নি।

রিজভীর ভাষায়, ভারত শুধু সেই সরকারকে চায়, যাকে তারা মনোনয়ন দেয়, জনগণ পছন্দ করুক বা না করুক। এটাই সাম্রাজ্যবাদী মনোভাবের প্রকাশ—তারা প্রভুত্ব বিস্তারের জন্য অন্য দেশের শাসনব্যবস্থায় নিজেদের পছন্দের প্রতিনিধি বসিয়ে রাখতে চায়। শেখ হাসিনা হচ্ছেন সেই প্রতিনিধি। এই কারণেই তারা চায় না তাকে কোনোভাবে অপসারণ করা হোক। এজন্য আমাদের ট্রান্সপোর্ট, এমনকি বিমানবন্দর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
July 28, 2025

ভারত কেন শেখ হাসিনাকে পুশইন করছে না: রিজভীর প্রশ্ন

<< বিস্তারিত কমেন্টে >>