“শেখ হাসিনার অপরাধ ৭১-কেও ছাড়িয়ে গেছে” — ড. আসিফ নজরুল

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

শেখ হাসিনার সরকারের অপরাধ ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও নৃশংস বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৯ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে আয়োজিত এক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ভয়াবহ অপরাধ করেছিল, কিন্তু আমি মনে করি শেখ হাসিনা ও তার সহযোগীরা আরও ভয়াবহ অপরাধ করেছে। লাশ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে হত্যা—এ ধরনের নির্মমতা আমি ১৯৭১ সালেও দেখিনি।

তিনি বলেন, আপনারা হয়তো বলবেন ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী এমন করেছিল। কিন্তু তারা ছিল একটি দখলদার বিদেশি বাহিনী। আর শেখ হাসিনারা তো এই দেশেরই শাসক। স্বাধীন বাংলাদেশের মানুষের ওপর এই নির্মমতা আরও বেশি লজ্জার।

আসিফ নজরুল আরও বলেন, ১৯৭১ সালে আহত মুক্তিযোদ্ধাকে উদ্ধার করতে গিয়ে তাকে গুলি করার এমন কোনো ফুটেজ বা বর্ণনা আমি পাইনি। আজকের বাংলাদেশে যা ঘটেছে, তা একেবারেই ভিন্ন মাত্রার নৃশংসতা।

তিনি আশ্বাস দিয়ে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে যে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার বিচার আমরা অবশ্যই করব। যেই সরকারই আসুক, কেউ যেন এই বিচার থেকে মুখ ফিরিয়ে নিতে না পারে, সে ব্যবস্থা করেই যাব।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, বিএনপি-জামায়াত বা অন্য যে কেউ ক্ষমতায় আসুক না কেন, এই হত্যার বিচারে তারা কোনো শৈথিল্য দেখাবে না। কারণ, তারা নিজেরাও এই নিপীড়নের শিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
July 29, 2025

“শেখ হাসিনার অপরাধ ৭১-কেও ছাড়িয়ে গেছে” — ড. আসিফ নজরুল

<< বিস্তারিত কমেন্টে >>