বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে ইনশাআল্লাহ আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচার পতনের পর এখন আমাদের দায়িত্ব জনগণের শাসন ও অধিকার প্রতিষ্ঠা করা। নির্বাচন সেই পথে প্রথম পদক্ষেপ।
তিনি উল্লেখ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য। সংস্কার কমিশনের প্রস্তাবের অধিকাংশই বিএনপির আড়াই বছর আগে ঘোষিত ৩১ দফার সঙ্গে মিলে যায়, বলেন তিনি। ক্ষমতায় গেলে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সব খাতে সংস্কারের প্রতিশ্রুতি দেন বিএনপির এই নেতা।
দলীয় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, শুধু নির্বাচনে জয় নয়, দেশের পুনর্গঠনই হবে আমাদের মূল চ্যালেঞ্জ। জনগণের আস্থা অর্জন করেই আমরা সেই কাজে হাত দেব।

রাজশাহীর কৃষি ও পরিবেশে ফারাক্কা বাঁধের নেতিবাচক প্রভাবের কথাও উল্লেখ করেন তিনি। প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘে যাব, দেশের পানির ন্যায্য হিস্যা আদায় করব, বলেন তারেক রহমান।
সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মামুন-অর-রশিদ। এছাড়া দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।