জাতীয় সংসদের আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে বাগেরহাটে চার ঘণ্টা সড়ক অবরোধ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা–মাওয়া মহাসড়কের নওয়াপাড়া ও কাটাখালী মোড়ে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
অবরোধ চলাকালে মহাসড়কের দুই প্রান্তে ট্রাক দাঁড় করিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে শত শত দূরপাল্লার গাড়ি আটকা পড়ে এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। তবে অনেক যাত্রী আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানান।
অবরোধে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, “দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন রয়েছে। হঠাৎ একটি আসন কমানোর প্রস্তাব স্থানীয় মানুষকে অবমূল্যায়ন করেছে। আমরা এই সিদ্ধান্ত মেনে নেব না।”
গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের খসড়া প্রস্তাবে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে চারটি নয়, তিনটি আসন থাকবে। এর পর থেকেই জেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তাদের দাবি, জনসংখ্যা ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় আসন সংখ্যা কমানোর যৌক্তিকতা নেই।
সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যসচিব মাওলানা রেজাউল করিম বলেন, “এটি কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বাগেরহাটের সম্মান ও ভবিষ্যতের প্রশ্ন। আমরা জেলার মানুষের স্বার্থ রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছি।”
এর আগে আসন কমানোর প্রস্তাবের বিরোধিতা করে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের দপ্তরে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আগামী ২৫ আগস্ট নির্বাচন কমিশনে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।