শেখ হাসিনার বিচার একদিন এ মাটিতেই হবে: মির্জা ফখরুল

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

গুম ও খুনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ অপরাধের বিচার এ দেশের মাটিতেই একদিন হবেই।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘মায়ের ডাক’ কর্মসূচিতে তিনি বলেন, গুম-খুনের সঙ্গে যারা জড়িত, বিএনপি তাদের খুঁজে বের করবে এবং বিচারের আওতায় আনবে। মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকেও সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গত কয়েক বছরে দলটির প্রায় ১৭শ নেতাকর্মীকে গুম করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ভুক্তভোগী পরিবারের পাশে বিএনপি আছে এবং থাকবে। যতদিন পর্যন্ত অপরাধীদের শাস্তি দিতে না পারব, ততদিন তাদের সঙ্গে লড়াই চালিয়ে যাব।

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, গুম ও খুনের শিকার পরিবারগুলোর কান্না আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে। একেকটা পরিবার থেকে সাতজন পর্যন্ত মানুষ গুম হয়েছে। শিশু সন্তানদের স্বজনহীন অবস্থায় দেখে কষ্ট হয়, কারণ তাদের আরও ছোট বয়সে আমি দেখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
August 22, 2025

শেখ হাসিনার বিচার একদিন এ মাটিতেই হবে: মির্জা ফখরুল

<< বিস্তারিত কমেন্টে >>