নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী: মির্জা ফখরুল

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি উগ্রবাদী গোষ্ঠী দেশকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে।

শনিবার বিকেলে ময়মনসিংহ টাউন হলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে এ অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “দেশে এখন ভয়াবহ চক্রান্ত চলছে। সামনে যে নির্বাচন হওয়ার কথা, তা বানচাল করার জন্য একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। উগ্রবাদের নাম করে তারা মানুষকে বিভক্ত করছে, সমাজে বিভাজন তৈরি করছে।”

তিনি আরও বলেন, “আমরা যেমন ১৯৭১ সালে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, তেমনি আজও অধিকার রক্ষার লড়াইয়ে সবাইকে একসঙ্গে নামতে হবে। দীর্ঘদিনের দমন-নিপীড়নের পর এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি সেই স্বপ্ন পূরণ করবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগে। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন ও ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে সমাবেশের উদ্বোধন হয়। বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা প্রধান অতিথি তারেক রহমান ও দলের শীর্ষ নেতাদের উত্তরীয় ও উপহার প্রদান করেন। এসময় মির্জা ফখরুল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের হাতে ২৬টি সেলাই মেশিন তুলে দেন।

পুরো অনুষ্ঠানজুড়ে সমতল অঞ্চলের ১২ জেলার আদিবাসী সম্প্রদায়ের নৃত্য, সংস্কৃতি ও শিল্পচর্চার সমৃদ্ধ উপস্থিতি দেখা যায়। এতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অংশ নেন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
August 30, 2025

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী: মির্জা ফখরুল

<< বিস্তারিত কমেন্টে >>