সোহাগ হত্যা নিয়ে বিএনপিকে জড়াতে পরিকল্পিত অপচেষ্টা চলছে

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।

শনিবার (১৩ জুলাই) বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া স্কুল মাঠে নিহত সোহাগের পরিবারের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, “একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে এই নৃশংস হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপাতে চাইছে। এটি ছিলো একটি ব্যবসায়িক দ্বন্দ্বের ঘটনা, অথচ সেটিকে চাঁদাবাজি বলে প্রচার করে রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।”

তিনি সোহাগ হত্যার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারের জন্য ৫০ হাজার টাকার আর্থিক সহায়তাও প্রদান করেন তিনি।

নুরুল ইসলাম মনি আরও বলেন, “ঘটনার সঙ্গে সম্পৃক্তদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি কখনো কোনো অপকর্মে প্রশ্রয় দেয় না, অথচ বিএনপিকে জড়াতে চক্রান্ত চলছে।”

তিনি বলেন, “বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গোষ্ঠী গণতন্ত্রবিরোধী চক্রান্তে লিপ্ত। তারা আনুপাতিক নির্বাচন ব্যবস্থার মতো অপ্রয়োজনীয় প্রস্তাব দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের অপপ্রয়াস চালাচ্ছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, ফজলুল হক মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
July 13, 2025

সোহাগ হত্যা নিয়ে বিএনপিকে জড়াতে পরিকল্পিত অপচেষ্টা চলছে

<< বিস্তারিত কমেন্টে >>