পিআর পদ্ধতি নয়, স্বচ্ছ নির্বাচন দরকার

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের সাধারণ মানুষ এখনো ইভিএম ঠিকমতো বুঝে না, তারা কীভাবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বুঝবে— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে নতুন নতুন রাজনৈতিক ধারণা আসছে, তবে সেগুলোর সঙ্গে আমাদের জনগণ বা সংস্কৃতি এখনো পরিচিত নয়। পিআর পদ্ধতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমাদের সাধারণ মানুষ তো জানেই না এটা কী। তারা তো এখনো ইভিএমেও ঠিকভাবে ভোট দিতে পারে না। তাহলে পিআর বুঝবে কীভাবে?

পিআর নিয়ে কিছু দলের অতিরিক্ত আগ্রহের সমালোচনা করে ফখরুল বলেন, দেশের মানুষ যে ভোটপ্রক্রিয়ায় অভ্যস্ত, সেই ব্যবস্থা চালু করতে হবে। এমন নির্বাচন চাই যেখানে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব থাকবে। বাইরে থেকে এসে নানা তাত্ত্বিক চিন্তা দিয়ে দেশের সংকটের সমাধান সম্ভব নয়।

তিনি আরও বলেন, সংস্কার নিয়ে বিএনপির কোনো ভয় নেই। বরং সংস্কারের চিন্তাই আমাদের মধ্য থেকেই এসেছে। অনেকেই বলেন, আমরা নাকি পরিবর্তন চাই না— অথচ পরিবর্তনের সূত্রপাত তো আমরাই করেছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজহারুল হক ও ফরিদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং শফিউল বারীর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
July 29, 2025

পিআর পদ্ধতি নয়, স্বচ্ছ নির্বাচন দরকার

<< বিস্তারিত কমেন্টে >>