✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “এ দুর্যোগের সময় মানুষ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবেন বলে আমি আশা রাখি।”
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, তারেক রহমান আগুনে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনও জানা না গেলেও অনেকের ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর পেয়েছেন।
বিবৃতিতে তিনি ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় মানুষের প্রাণপণ প্রচেষ্টার প্রশংসা করেন এবং আশা করেন, এই ভয়ংকর আগুনের ব্যাপ্তির দ্রুতই পরিসমাপ্তি ঘটবে।



