বিতর্কিত মন্তব্যে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে শোকজ নোটিশ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। আগামী সাত দিনের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) জামায়াতে ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এই নোটিশ প্রকাশ করা হয়।

গত শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে দলীয় ‘নির্বাচনি দায়িত্বশীল সম্মেলন’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে একাধিক মন্তব্য করেন, যা পরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সেই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, নির্বাচন শুধু জনগণের ওপর নির্ভর করে না; স্থানীয় প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনার প্রয়োজন আছে। তার দাবি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় নির্দেশে চলতে হবে—গ্রেপ্তার থেকে মামলা পর্যন্ত সব কিছুই দলের কথায় হবে।

এছাড়া তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের প্রার্থীকে প্রটোকল দিতে হবে এবং পেছনে পেছনে চলতে হবে। এমনকি তিনি স্কুলশিক্ষকদেরও দলের নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারে নামতে বলেন।

এই মন্তব্যগুলো নির্বাচনি আচরণবিধি ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। দেশজুড়ে সমালোচনার পর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনপ্রধান মুহাম্মদ শাহজাহান দ্রুত বলেন, দল এসব বক্তব্যের সঙ্গে একমত নয় এবং এগুলো জামায়াতের নীতি নয়।

এই পরিস্থিতিতেই দলীয় সিদ্ধান্তে শাহজাহান চৌধুরীকে শোকজ নোটিশ দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *