যশোরে অস্ত্র ও মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকসহ লিটন গাজী (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। ডিবি পুলিশের এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় তার ঘরের মধ্যে থাকা বক্সখাটের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ৭ পয়েন্ট ৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক লিটন গাজী যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে হলেও আটকের আগে তিনি মধুগ্রামে বসবাস করতেন। ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক লিটন গাজী একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী। উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ও গুলি তিনি কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে এর আগেও তিনি কক্সবাজারে অস্ত্রের চালান পাঠিয়েছেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ায় এলাকার অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো বলে মনে করছে পুলিশ।



