ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৮৬ রোগী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর কারণে এ বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে। আর মোট ২০,৭০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত একদিনে মারা যাওয়া দুইজনই ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু, ৩৯ জন, হয়েছে ২৭ জুলাই পর্যন্ত।

জুন মাসে ডেঙ্গুতে মৃত্যু হয় ১৯ জনের, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন এবং মে মাসে ৩ জন। তবে মার্চ মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি।

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন

জুলাই মাসে, সংখ্যা ১০,৪০৬। জুন মাসে ভর্তি হন ৫,৯৫১ জন, জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১,৭৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, ১০৬ জন, বরিশাল বিভাগে। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৮ জন, ঢাকা বিভাগে ৬২ জন, ময়মনসিংহে ৫ জন, চট্টগ্রামে ৬৪ জন, খুলনায় ২৩ জন, রাজশাহীতে ৪৫ জন এবং রংপুরে ৩ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১,২৮৯ জন রোগী ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৩৪৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৯৪১ জন রয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১,০১,২১১ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। এটি দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির তৃতীয় সর্বোচ্চ এবং মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
July 30, 2025

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৮৬ রোগী

<< বিস্তারিত কমেন্টে >>