রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দশটি ভূমিকম্পের মধ্যে একটি।
ভূমিকম্পটির উৎপত্তি কামচাটকা উপদ্বীপের উপকূলে এবং এটি রেকর্ডকৃত ষষ্ঠ তীব্রতম কম্পন হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিজ্ঞান ও টেকটোনিক্স বিভাগের সহযোগী অধ্যাপক হেলেন ইয়েনেশাভস্কি বিবিসিকে জানিয়েছেন, এই ভূমিকম্পটি ২০১০ সালে চিলির বিওবিও এবং ১৯০৬ সালের একুয়েডরের এস্মেরালদাসের ভূমিকম্পের সঙ্গে একই রকম শক্তিশালী।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ২০১০ সালের চিলির বিওবিও ভূমিকম্পে ৫২৩ জন নিহত এবং ৩,৭০,০০০ এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। অন্যদিকে, ১৯০৬ সালের একুয়েডর-কলম্বিয়া সীমান্তবর্তী ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে প্রায় ১,৫০০ মানুষের প্রাণহানি ঘটে। এই সুনামির ঢেউ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে স্যান ফ্রান্সিসকো পর্যন্ত পৌঁছায়।
এছাড়া, কামচাটকা উপদ্বীপে ১৯৫২ সালে সংঘটিত ৯ মাত্রার ভূমিকম্পটি বিশ্বের ইতিহাসে প্রথম রেকর্ডকৃত ‘নাইন-ম্যাগনিচিউড’ ভূমিকম্প হিসেবে পরিচিত। সেই ভূমিকম্পে সৃষ্ট সুনামি প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে হাওয়াই দ্বীপে আঘাত হানে এবং অন্তত ১০ লাখ ডলারের ক্ষতি হয়।