ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার, ৩০ জুলাই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তালিকা প্রকাশ করে।
প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩৯,৯৩২ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৯০৪ জন এবং ছাত্রী ভোটার ১৯,০২৮ জন। মোট ভোটারের মধ্যে ছাত্ররা ৫২ শতাংশ এবং ছাত্রীরা ৪৭ শতাংশের বেশি। ছাত্রী ভোটারদের মধ্যে হলভিত্তিক সংখ্যা: –
রোকেয়া হল: ৫,৬৭৬
শামসুন নাহার হল: ৪,০৯৮
বাংলাদেশ কুয়েত মৈত্রী হল: ২,১০৮
কবি সুফিয়া কামাল হল: ৪,৪৯৫
ফজিলাতুন্নেছা মুজিব হল: ২,৬৫১
ছাত্র ভোটারদের মধ্যে হলভিত্তিক সংখ্যা : –
অমর একুশে হল: ১,৩১৯
কবি জসীমউদ্দীন হল: ১,২৯৮
জগন্নাথ হল: ২,২৫৪
শেখ মুজিবুর রহমান হল: ১,৬০০
শহীদুল্লাহ হল: ২,০১৭
ফজলুল হক মুসলিম হল: ১,৭৭৯
বিজয় একাত্তর হল: ২,০১৩
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ১,৭৩৫
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ১,৯৬১
সলিমুল্লাহ মুসলিম হল: ৫৫৯
মাস্টারদা সূর্যসেন হল: ১,৪৯৫
স্যার এ এফ রহমান হল: ১,৪৮০
হাজী মুহাম্মদ মুহসীন হল: ১,৩৯৪
তালিকাটি সংশ্লিষ্ট সকল হলের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে পাঠানো হয়েছে। ভোটার তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে তা আগামী ৬ আগস্ট বিকেল ৪টার মধ্যে দাখিল করতে হবে। আপত্তি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকেল ৪টায়।