স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের সামনে একটি নতুন স্বপ্নের দ্বার খুলে দিয়েছে— যেখানে থাকবে না কোনো বৈষম্য, দুর্নীতি ও স্বৈরাচার।

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, এই ঐতিহাসিক দিনে আমরা স্মরণ করছি সেই সাহসী তরুণ, শ্রমিক ও সাধারণ মানুষদের, যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন বা আজীবনের জন্য পঙ্গু হয়েছেন। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে রাষ্ট্র সংস্কারের সুযোগ পেয়েছি, তা আমাদের রক্ষা করতেই হবে।

ড. ইউনূস বলেন, স্বৈরাচারী সরকার ও তাদের সুবিধাভোগী গোষ্ঠী এখনো নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকার জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারে কাজ করছে। সেই সঙ্গে রাজনৈতিক সংস্কার ও নির্বাচনি ব্যবস্থার উন্নয়নে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ। আসুন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
August 4, 2025

স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

<< বিস্তারিত কমেন্টে >>