দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি এবং অবাধ-সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২০ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের লড়াই শেষ হয়নি। গণতন্ত্র ফিরিয়ে আনতে সামনে আরও কঠিন পথ অতিক্রম করতে হবে। নানা ষড়যন্ত্র ও মাস্টারপ্ল্যানের কথাও শোনা যাচ্ছে।”
তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন, তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এখনো বাকি।
রিজভী অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে দেশে দুঃশাসন চলছে। বিরোধী মত দমন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ ও গুপ্ত হত্যার মাধ্যমে ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দেওয়া হয়েছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।