পাথরঘাটায় গ্রিড সংকটে বিদ্যুৎহীনতা, ভোগান্তিতে ৩ লাখ মানুষ

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বরগুনার পাথরঘাটা উপজেলায় নেই নিজস্ব বিদ্যুৎ গ্রিড। ফলে সামান্য বজ্রপাত বা ঝড়ো হাওয়াতেই পুরো এলাকার বিদ্যুৎ ও নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরে এ সমস্যায় প্রায় ৩ লাখ মানুষ চরম ভোগান্তিতে ভুগছেন।

সবচেয়ে কাছের গ্রিড স্টেশনটি ভান্ডারিয়ায়, যা পাথরঘাটা থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে। এ কারণে লাইনটির যেকোনো স্থানে ত্রুটি দেখা দিলেই গোটা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুতের পাশাপাশি ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রও বিদ্যুৎ সংকটে কার্যত অচল হয়ে পড়েছে। আইস প্ল্যান্টগুলোতে বরফ উৎপাদন বন্ধ থাকায় মাছের গুণগত মান নষ্ট হচ্ছে, ক্ষতির মুখে পড়ছেন হাজারো জেলে ও ব্যবসায়ী। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন ধরে এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় তাদের প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নীল রতন সরকার জানিয়েছেন, বিদ্যুৎ না থাকায় হাসপাতালে রিপোর্ট দিতে দেরি হচ্ছে, টিকা সংরক্ষণে সমস্যা তৈরি হচ্ছে। অনেক সময় ভ্যাকসিনও নষ্ট হয়ে যাচ্ছে।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, বরগুনায় নতুন একটি গ্রিড সংযোগের অনুমোদন মিলেছে। তবে এটি চালু হতে আরও এক বছরের বেশি সময় লাগবে। স্থানীয়দের দাবি, অবিলম্বে পাথরঘাটায় পূর্ণাঙ্গ গ্রিড ব্যবস্থা চালু করা জরুরি, নাহলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি আরও বড় বিপর্যয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
August 29, 2025

পাথরঘাটায় গ্রিড সংকটে বিদ্যুৎহীনতা, ভোগান্তিতে ৩ লাখ মানুষ

<< বিস্তারিত কমেন্টে >>