যশোরের বেনাপোলে দুর্বৃত্তদের হাতে মিজানুর রহমান (৪২) নামের এক গরু ব্যবসায়ী ও বিএনপি কর্মী খুন হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) ভোরে ছোট আঁচড়া গ্রামে নিজ বাড়ির সামনেই তাকে গলা কেটে হত্যা করা হয়। নিহত মিজানুর ওই এলাকার হানিফ সর্দারের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ভোরে কাজে বের হলে দুর্বৃত্তরা তাকে ধরে গলা কেটে ফেলে এবং মৃত্যু নিশ্চিত করতে দু’পায়ের রগ কেটে যায়। তার ছোট ভাই খায়রুল ইসলাম বলেন, চিৎকার শুনে বাড়ির লোকজন দৌড়ে এসে মরদেহ দেখতে পান।
স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, মিজানুর দীর্ঘদিন ধরে দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। বেনাপোল পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার বলেন, “এই হত্যাকাণ্ডে বিএনপি একজন নিবেদিত কর্মীকে হারালো। আমরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।”
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।