সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সব পক্ষের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই—জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এটি আমাদের দায়িত্ব, আর ভালো নির্বাচন করতে সবার সহযোগিতা প্রয়োজন।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সিইসি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন এগিয়ে যেতে চায়।
তিনি পর্যবেক্ষকদের ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখতে অনুরোধ করেন। নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সিইসি।
সিইসি আরও বলেন, যাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে, তারা যেন কোনো রাজনৈতিক দল বা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকেন—এ বিষয়ে সতর্ক থাকতে হবে।



