খুলনায় যুবদল নেতাকে বাসায় ঢুকে হত্যা

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

খুলনার ডুমুরিয়া উপজেলায় ভাড়া বাসায় ঢুকে যুবদল নেতা মো. শামীমকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে উপজেলার আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে পরিবারের সদস্যরা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার উথুলি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে এবং ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডুমুরিয়ায় বসবাস করছিলেন এবং কীটনাশকের ব্যবসা করতেন।

স্থানীয় যুবদল নেতা সাইদুর রহমান সাইদ অভিযোগ করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি, বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
August 23, 2025

খুলনায় যুবদল নেতাকে বাসায় ঢুকে হত্যা

<< বিস্তারিত কমেন্টে >>