আ.লীগ নেতাসহ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

শরীয়তপুর–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের অধিগ্রহণকৃত সরকারি জমিতে নতুন করে অবৈধ দোকান, মার্কেট ও রেস্টুরেন্ট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এতে সওজ-এর মালিকানাধীন জমি ক্রমেই বেদখল হয়ে পড়ছে, কিন্তু প্রশাসন ও সড়ক বিভাগ এখনো তেমন কোনো উদ্যোগ নেয়নি—এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালারবাজার এলাকায় মহাসড়কের দুই পাশে ইতোমধ্যে গড়ে উঠেছে প্রচুর কাঁচা–পাকা স্থাপনা। তারাবুনিয়া মৌজার ২৫৩৭৩ নম্বর দাগে এলএ কেস ৬/১৯-এর জমিতে প্রায় অর্ধশত দোকান নির্মাণ করছেন নিষ্ক্রিয় ঘোষিত সখিপুর থানা ছাত্রলীগের সহসভাপতি পাপ্পু দেওয়ানের বাবা আওয়ামী লীগ কর্মী মেজবাহাদুর দেওয়ান, তার ভাই স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজান দেওয়ানসহ আরও কয়েকজন। পাশাপাশি পুরো এলাকায় আরও দেড় শতাধিক দোকান নির্মাণ চলমান, এমনকি ওয়েস্টার্ন সেতুর নিচেও রেস্টুরেন্ট গড়ে উঠেছে।

জেলা প্রশাসন ও সওজ সূত্র মতে, মহাসড়কের উন্নয়ন প্রকল্পে ৯৫.৮৫ হেক্টর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়। কিন্তু এখন পর্যন্ত মাত্র ২৯.২৫ হেক্টর জমি সড়ক বিভাগকে হস্তান্তর করা গেছে; বাকি জমি প্রক্রিয়াধীন থাকায় দখলদারি বাড়ছে।

অভিযোগ সম্পর্কে মেজবাহাদুর দেওয়ান বলেন, ‘আমাদের জমির টাকা পাইনি, তাই দোকান তুলছি। আশপাশের অনেকে করছে, তাই আমরাও করছি।’

সওজ-এর নির্বাহী প্রকৌশলী মো. নাবিল হোসেন জানান, অবৈধ স্থাপনাগুলোর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং দ্রুত উচ্ছেদ অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *