এরশাদ ও শেখ হাসিনার শাসন চরিত্রে তফাৎ নেই: রিজভী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন চরিত্রে কোনো পার্থক্য ছিল না। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী দাবি করেন, দুজনই গণতন্ত্রকে বারবার বাধাগ্রস্ত করেছেন এবং উভয় শাসনেই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের মেয়াদে রাষ্ট্রীয় অর্থনীতি “হাসিনোমিক্স”-এ পরিণত হয়, যেখানে ঋণ নিয়ে ফেরত না দিলেও চলত এবং নতুন করে ঋণ নেওয়ার পরিবেশ ছিল সহজ।

তিনি বলেন, দেশ বর্তমানে সাড়ে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণের বোঝা নিয়ে চলছে। নতুন সরকারের কঠোর পদক্ষেপ ছাড়া অর্থনীতিকে স্থিতিশীল করা সম্ভব নয়। কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, বেকারত্ব বৃদ্ধি—এসব বিষয়ে সরকারের নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি ব্যাংকের ভল্টে স্বর্ণ জালিয়াতির প্রসঙ্গে রিজভী বলেন, দুটি ভল্ট থেকে ৮৩২ ভরি স্বর্ণ বের হওয়া উদ্বেগজনক। এই স্বর্ণ শেখ হাসিনা বা তার দলের ঘনিষ্ঠ কারও কি না তা শিগগিরই হয়তো প্রকাশ পাবে।

সভায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দীন আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *