হাসপাতালে খালেদা জিয়া: আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ‘সংকটাপন্ন’ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার এই গুরুতর অসুস্থতার খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুরুত্ব সহকারে প্রকাশিত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং প্রতিবেশী দেশগুলোর গণমাধ্যম এই সংবাদটি প্রকাশ করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে শিরোনাম করেছে, ‘খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া।’ ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য ব্যবহার করে গালফ নিউজও একই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এছাড়া, পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজসহ বিভিন্ন নিউজ চ্যানেলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

ভারতের গণমাধ্যম এনডিটিভি এ বিষয়ে একাধিক সংবাদ প্রকাশ করেছে। তারা শুক্রবার এক প্রতিবেদনে শিরোনাম করে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ‘সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি।’ টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যমও এই খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে আরব নিউজ লিখেছে, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল।’

সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা গত তিন দিন ধরে একই পর্যায়ে রয়েছে। তিনি আরও বলেন, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার পরিবার এবং রাজনৈতিক সমর্থকরা তার দ্রুত সুস্থতার জন্য দেশের জনগণের কাছে দোয়া করার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে তার অসুস্থতার খবর প্রকাশ হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক মহলেও আলোচনায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *