দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের আহ্বান বিএনপির

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই হামলার জন্য দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসরেরা দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতায় নেমেছে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের সদস্যদের আহত করা এসব অপকর্মের বহিঃপ্রকাশ।

তিনি দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারের পতনের পর একটি চক্র অরাজকতা সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে মরিয়া হয়ে উঠেছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এই চরম অবনতি জাতির জন্য অশনিসংকেত। এসব হামলাকারীকে কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প নেই।

তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের পক্ষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে দেশে পুনরায় ফ্যাসিবাদের উত্থান না ঘটে। ব্যত্যয় ঘটলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

বিবৃতিতে তিনি আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন এবং সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
July 16, 2025

দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের আহ্বান বিএনপির

<< বিস্তারিত কমেন্টে >>