রাষ্ট্র কাঠামোর পরিবর্তনে সচেতনভাবে এগোচ্ছে বিএনপি: মির্জা ফখরুল

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাষ্ট্র কাঠামোতে সময়োপযোগী পরিবর্তন আনার বিষয়ে বিএনপি সম্পূর্ণ সচেতন এবং সেই লক্ষ্যেই দলটি অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত “পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’।

মির্জা ফখরুল বলেন, জনগণের প্রয়োজন অনুযায়ী রাষ্ট্র কাঠামোয় যে পরিবর্তন আনা দরকার, তা আমরা গভীরভাবে বিবেচনা করছি। সচেতনভাবেই আমরা সেই পথে এগোচ্ছি।

তিনি বলেন, দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারাজ এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে এই প্রকল্প নিয়ে আলোচনা চললেও সাতবার ফিজিবিলিটি স্টাডির পরও আজও চূড়ান্ত সিদ্ধান্তে না আসা অত্যন্ত হতাশাজনক। এই ধরনের জাতীয় প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক কমিটমেন্ট জরুরি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় পদ্মা সেতুর প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের জন্য দ্বিতীয় সেতু অপরিহার্য। সরকারের পাশাপাশি জনগণেরও এ বিষয়ে সচেতন থাকা দরকার।

তিনি আরও বলেন, আমরা এখন একটি ট্রানজিশন সময় পার করছি। অভূতপূর্ব ছাত্র গণ–অভ্যুত্থান একটি জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করেছে। আমরা যদি ঐক্যবদ্ধ চিন্তা ও লক্ষ্য নিয়ে সামনে এগোতে পারি, তাহলে এই ঐক্যই আমাদের সাফল্যের চাবিকাঠি হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে যে কোনো পরিবর্তন সম্ভব। তারা মুক্তিযুদ্ধের সময় তা প্রমাণ করেছে, আবারও পারবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক আইনুন নিশাত, পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
July 27, 2025

রাষ্ট্র কাঠামোর পরিবর্তনে সচেতনভাবে এগোচ্ছে বিএনপি: মির্জা ফখরুল

<< বিস্তারিত কমেন্টে >>