নির্বাচন ঠেকাতেই নুরের ওপর হামলা: বিএনপি নেতা

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা নির্বাচনী প্রক্রিয়া বানচালের অংশ বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তার দাবি, নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণার পরপরই পরিকল্পিতভাবে নুরকে গুরুতর আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর পেছনে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার দুপুরে নোয়াখালীর সেনবাগ থানার মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফারুক বলেন, “যারা একাত্তরে ভুল করেছিল, তারা আবার নতুনভাবে মাঠে নেমেছে। তারা এই দেশে পিআর চায়। কিন্তু আমরা চাই ভোটের মাধ্যমে জনগণের রায়। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। কবর থেকে তুলে আনা মৃত মানুষের ভোট দেওয়ার সুযোগ আর এই বাংলার মাটিতে হবে না।”

সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন তামান্না ফারুক, মোক্তার হোসেন পাটোয়ারী, আমিন উল্যাহসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
September 3, 2025

নির্বাচন ঠেকাতেই নুরের ওপর হামলা: বিএনপি নেতা

<< বিস্তারিত কমেন্টে >>