সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি জব্দ, ব্যাংকে ৫৪ কোটি টাকা অবরুদ্ধ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের গাজীপুরের ৩৬ বিঘা জমি জব্দ এবং আইএফআইসি ব্যাংকের একটি হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ওই হিসাবে রয়েছে প্রায় ৫৪ কোটি ৬৬ লাখ টাকা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ মামলায় তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন জমি ও ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন। অভিযোগে বলা হয়েছে, সালমান এফ রহমানসহ আসামিরা ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে বন্ধকী সম্পত্তির অতিমূল্যায়ন করে বন্ড ছাড়েন। বন্ডের বিপরীতে প্রাপ্ত প্রায় ১ হাজার কোটি টাকা শ্রীপুর টাউনশিপ লিমিটেডের হিসাবে জমা হয়, যা থেকে প্রায় ৮০০ কোটি টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করা হয়।

দুদকের দাবি, আসামিরা সম্পদ স্থানান্তরের চেষ্টা করছেন—তাই সম্পদ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখা প্রয়োজন।

এই অর্থ আত্মসাতের মামলা দায়ের করা হয় গত ২০ এপ্রিল। মামলায় বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামও আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *